এবার শুধুমাত্র শুক্রবারে নমাজ পড়া যাবে তাজমহলে

আগ্রাঃ এবার থেকে শুধুমাত্র জুম্মাবার অর্থাৎ শুক্রবার নমাজ পড়া যাবে তাজমহলের ভিতরে থাকা মসজিদে। বাকি দিনগুলিতে মসজিদের ভেতর নমাজ পড়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছ ।

 সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এতদিন পর হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে মুসলিম ধর্মালম্বি মানুষের মধ্যে। যদিও এএসআই-এর আধিকারিকদের বক্তব্য, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গত জুলাই মাসে বলা হয়েছিলো আগ্রায় বসবাসকারীরা শুক্রবার যাতে নমাজ পড়তে না পারে, সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে স্থানীয় প্রশাসনকে৷ তাজমহলের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিলো।


আদালতের সেই নির্দেশই তারা জারি করেছেন। আগে শুধুমাত্র শুক্রবার তাজমহলের ভিতরের মসজিদে নমাজ পড়া হতো। যদি কেউ মনে করতো অনান্যদিন নমাজ পড়বে তাহলে সেটাও করা যেতো। কিন্তু এবার থেকে শুধুমাত্র শুক্রবার ছাড়া আর কোনদিন নমাজ পড়া যাবেনা।

error: Content is protected !!