এডিসি নির্বাচনের প্রচারে গিয়ে সিপিএমকে তুলোধুনা বিপ্লবের

এসএফআই, ডিএফওয়াই, মহিলা সমিতি, কৃষক সমিতি, সিপিএমের নামে চাঁদার জুলুম চলত। এমন কি মনরেগার যে গরিব কর্মীরা ছিল তাদেরকেও ছাড়েনি এই কমিউনিস্ট দল। বর্তমানে রাজ্যবসী এই চাঁদার জুলুম থেকে মুক্তি পেয়েছে। ছাউমনুতে নির্বাচনী প্রচারে গিয়ে পূর্বাতন বাম সরকারের চাঁদা ইস্যুতে এভাবেই বিঁধলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগামী ৫ এপ্রিল রাজ্যে এডিসি নির্বাচন। এবারের এডিসি নির্বাচনকে পাখির চোখ করেছে রাজ্যের শাসক দল বিজেপি। নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে প্রচারে নেমে পড়েছেন শাসক দলের নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, বিজেপি প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা,  সাংসদ প্রতিমা ভৌমিক, রেবতী ত্রিপুরা সহ শাসক দলের হেভিওয়েট নেতৃত্বরা প্রায় প্রতিদিন ঝড়ো প্রচার করছেন তারা। শনিবার ছাউমনুতে এডিসি নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় যোগদেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জমসভায় বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে পূর্বাতন বাম সরকারকে কার্যত তুলোধুনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চাঁদা ইস্যুতে সিপিএমকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন,  আজকে ভারতীয় জনতা পার্টির কোনও কার্যকর্তা কারোর থেকে চাঁদা সংগ্রহ করে না। সিপিএম বলতো তারা মনরেগার কাজ দিয়েছে কিন্তু যখন কেন্দ্রীয় সরকার সিপিআইএম-র জালিয়াতি দেখতে পেয়ে রেগার কাজ বন্ধ করে দিয়েছিল বর্তমান সরকার আবার অনুরোধ করে কাজ ফিরিয়ে নিয়ে এসেছে।

তিনি আর বলেন, বিগত ১৫ বছরে কমিউনিস্ট সরকার এক পয়সাও কেন্দ্রীয় সরকার থেকে অতিরিক্ত আনতে পারেনি ।এডিসির সমস্ত বাজেট সেলারিতে চলে যায় ।আমাদের বিজেপি – আইপিএফটি সরকার এডিসির জন্য কেন্দ্র থেকে ৫৭ কোটি টাকা অতিরিক্ত এনেছে । আজকের এই জনসভাকে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছিল।

error: Content is protected !!