বাবা মহাদেবের ভক্ত ,উপাস অনেকেই আছেন। এই নিয়মে মেনে শিবের পুজো করলে দারিদ্র থেকে প্রেম, ফিরবে ভাগ্য। তাহলে আসুন দেখে নিই নিয়মগুলো কি কি?
১. বৈবাহিক জীবনে নানারকম সমস্যা! এছাড়াও বিয়ে করতে চাইছেন কিন্তু বাঁধা আসছে একাধিকবার। তাহলে এক কাজ করুন প্রত্যেকদিন কেশর মেশানো দুধ দিন শিবলিঙ্গে। সঙ্গে দেবী পার্বতীরও পুজো করতে ভুলবেন না।