উপজাতি মহিলার শ্লীলতাহানিকে কেন্দ্র করে উত্তপ্ত ললিত বাজার, আগুন বাড়ি ঘরে

স্টাফ রিপোর্টার(রানিরবাজার) উপজাতি মেয়ের শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো রানীরবাজারের ললিত বাজার এলাকা । শনিবার সন্ধ্যায় আগুন লাগিয়ে দেওয়া হলো সংখ্যালঘু পরিবারের বাড়ি ঘরে । ঘটনাকে কেন্দ্র করে ললিত বাজার এলাকার পরিস্থিতি রীতিমত থমথমে হয়ে রয়েছে ।  অভিযোগ যে,নবমীর দিন ওই এলাকা দিয়ে একটি উপজাতি ছেলে ও মেয়ে যাচ্ছিলো । সেই সময় ৪ জন মুসলিম সম্প্রদায়ের লোক তাদের পথ আটকায় । এবং উপজাতি মেয়েটিকে শ্লীলতাহানির চেষ্টা করে অভিযোগ । পাশাপাশি উপজাতি ছেলেটিকে ব্যাপক মারধোর করা হয় । ঘটনা জানাজানি হওয়ার পরেই উপজাতি সম্প্রদায়ের লোকেরা ললিত বাজার এলাকায় সংখ্যালঘু পরিবারের বাড়িঘরের উপর হামলা চালায় বলে। ভাঙচুর করা হয় তাঁদের বাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনার পর অভিযুক্ত ৪ জন মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। র অভিযুক্তদের  বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা রজু করেছে পুলিশ । আতঙ্কে ওই এলাকার বেশীরভাগ সংখ্যালঘু পরিবার থানায় আশ্রয় নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here