দায় কার?

স্টাফ রিপোর্টার(আগরতলা) ফের দুর্ঘটনার কবলে জয়রাইড । দশমী কেটে গেলেও পুজোর আনন্দে এখনও মাতোয়ারা শহরবাসী। একাদশীতেও চলছে প্যান্ডেল হুপিং। চারিদিকে যখন পুজোর আনন্দ ঠিক সেই সময় ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। নাগরদোলা থেকে পড়ে গুরুতর আহত হলেন ৭ বছরের একটি শিশু। আহত শিশুটির নাম সুমন দাস।  মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় রাজধানীর স্বামীবিবেকানন্দ ময়দানের আনন্দ মেলায়। ঘটনার বিবরনে জানা গেছে সন্ধ্যায় সুমন নামে ওই  শিশুটি মেলায় আসা নাগরদোলা চড়ছিলো। সেই সময় আচমকাই নাগরদোলা থেকে পড়ে যায় ওই শিশুটি। সঙ্গে সঙ্গেই তার মাথা  ফেটে যায়। মারাত্মক চোট লাগে কোমড়ে, ভেঙ্গে যায় হাত,চোট লাগে পায়ে। এই ঘটনার পর শিশুটিকে রাজধানীর জিবি হাসপাতালে নিয়ে যায় মেলা কমেটির লোকেরা । বর্তমানে  আশঙ্কাজনক অবস্থায় শিশুটি জিবি হাসপাতালে ভর্তি রয়েছে সেখানেই তার চিকিৎসা চলছে। যদিও এই ঘটনার কথা শিশুটির পরিবারের লোকেরা এখনও পর্যন্ত জানেনা । আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠে গেলো মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে । পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কি এই ধরনের জয়রাইড গুলো চলছে? এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে এই ঘটনার দায় কে নেবে? মেলা কমেটি কি আদেও কোন দায় নেবে? এত বড় দুর্ঘটনার পর কি পুলিশ মেলা কমেটির বিরুদ্ধে  কোন ব্যবস্থা গ্রহন করে কি না সেটাই এখন দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here