উত্তর চন্ডিপুর সাথী ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও বস্ত্র বিতরন

 হক জাফর ইমাম(মালদা): রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যের অনুপ্রেরনায় খেলাধূলার মান উন্নয়নের সাথে সাথে দুঃস্থ পরিবারের কথা ভেবে মালদা উত্তর চন্ডিপুর সাথী ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও বস্ত্র বিতরণ করা হয়। খেলাধুলার মান উন্নয়নের স্বার্থেই মালদা উত্তর চন্ডিপুর সাথী ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট করা হয়। উদ্দেশ্য একটাই যাতে এই সব প্রতিভাগুলো যেন হারিয়ে না যায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, মালদা পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি রুনা খাতুন, জেলা পরিষদের সদস্যা ডলি রানী মন্ডল সহ অনান্যরা। খেলাকে ঘিরে সাধারন মানুষের উৎসাহতা ছিল দেখার মতো। এদিন মালদা উত্তর চন্ডিপুর সাথী ক্লাবের সদস্য মনিরুল ইসলাম (নবী) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের মূখ্যমন্ত্রী অনুপ্রেরনায় পিছিয়ে পড়া মালদা জেলার ক্রীড়া ও সংস্কৃতির প্রতিভা তুলে ধরতে মালদা উত্তর চন্ডিপুর সাথী ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তার সাথে আমরা কিছু দুঃস্থপরিবারকে বস্ত্রদান করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here