আমবাসাঃ আমবাসাতে সিপিএম দলের সভায় হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । ঘটনার বিবরনে জানা গেছে রবিবার দুপুরে ধলাই জেলার আমবাসায় সিপিএম পার্টি অফিসে দলের একটি সভা অনুষ্ঠিত হচ্ছিল। আচমকাই সেই সভায় ঢুকে পড়ে বেশ কিছু দুস্কৃতি। সভা করতে বাঁধা দেওয়া হয় সাংসদ জিতেন চৌধুরীকে । এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে সিপিএম । সিপিএমের আরও অভিযোগ সব ঘটনা পুলিশের সামনে ঘটলেও পুলিশের ভূমিকা ছিলো নীরব দর্শক। ঘটনার সময় সাংসদ জিতেন চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ফোন করে পুরো বিষয়টি সম্পর্কে জানান । অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমনে।
