আগামী নির্বাচনে কেন্দ্রে আর মোদী সরকার থাকবেনা

গোপাল ভট্টাচার্য(কল্যানপুর) বছর ঘুরলেই ঢাকে কাঁঠি পড়বে লোকসভা নির্বাচনের। নির্বাচনের এখনও বেশ কয়েকমাস দেরী হলেও দেশ জুড়ে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে নেমে পড়েছে বিজেপি-কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। সারা দেশের পাশাপাশি রাজ্যেও বিজেপি-কংগ্রেস-সিপিএম সহ সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদের সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়েছে। ২০১৮ বিধানসভা নির্বাচনে ৬০টি বিধানসভা আসনের মধ্যে সিংহভাগ আসনে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হলেও নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্যে নিজেদের হারানো জমি ধীরে ধীরে পুনরুদ্ধার করছে কংগ্রেস। সংগঠন মজবুত করার লক্ষে প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসম্পর্ক অভিযানে করছেন তারা।

শনিবার সকালে কল্যানপুর বিধানসভা কেন্দ্রের কুঞ্জবন পঞ্চায়েতের মনিপুরী বস্তির ১২ নম্বর বুথে জনসম্পর্ক অভিযান করে কংগ্রেস। কল্যানপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে এই অভিযান সংঘটিত হয়।  কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করে এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলেন পরিবারের লোকেদের সঙ্গে। আজকের এই সম্পর্ক অভিযানে ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা,অশোক দেব সহ অনান্য কংগ্রেসের কর্মীরা। রাজ্যে কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য এ আই সি সির নির্দেশ অনুযায়ী আজকের এই অভিযান সংঘটিত করা হয়েছে। রাজ্যে ও কেন্দ্রে বিজেপি সরকার যে নীতি বহির্ভূত কাজকর্ম করছে সেই সম্পর্কে মানুষের কাছে তুলে ধরবো। গোটা দেশে যে অবস্থা চলছে তাতে আগামী নির্বাচনে মোদী সরকার থাকবেনা। রাহুল গান্ধীর নেতৃত্বে এক নতুন সরকার হবে দেশে। জনসম্পর্ক অভিযানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন  তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা। কংগ্রেসের এই জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে কংগ্রেস কর্মী-সমর্থকের উপস্থিতি ছিলো লক্ষনীয়।

error: Content is protected !!