‘অসহায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার খরচ দেবে কংগ্রেস’,

শ্রমিক স্পেশাল  ট্রেনের টিকিটের দাম নিয়ে বিতর্কের মধ্যেই বড়সড় ঘোষণা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। ভিনরাজ্যে আটকে থাকা অসহায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার খরচ জোগাবে দেশের বৃহত্তম বিরোধী দল। সোমবার এক বিবৃতিতে কেন্দ্রকে তোপ দেগে এই সিদ্ধান্ত ঘোষণা করেন কংগ্রেসের (Congress) অন্তর্বর্তীকালীন সভানেত্রী। নিজের বিবৃতিতে জানিয়েছেন, অসহায় পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরার ভাড়ার টাকা জোগাবে সেই রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটি। এর জন্য সরকারের মুখাপেক্ষী হতে হবে না শ্রমিকদের। সোনিয়া বলছেন,’এটা সহ-নাগরিকদের প্রতি কংগ্রেসের কর্তব্য। আমরা ওদের প্রতি সহানুভুতি জানাই। শ্রমিকরাই এই দেশের মেরুদণ্ড। ওঁদের পরিশ্রম আর আত্মত্যাগই দেশ নির্মাণের ভিত্তি। ১৯৪৭ দেশভাগের পর কোনওদিন শ্রমিকদের এভাবে দুর্দশায় পড়তে হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here