অবৈধ মদ উদ্ধারে সাফল্য জেলা আবগারি দপ্তরের

সন্দীপন চক্রবর্তী(পশ্চিম মেদিনীপুর): শুক্রবার সকালে চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামল পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দপ্তর । শুক্রবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এর অন্তর্গত শালবনী থানার জলহরি, মৌপাল এবং পিড়াকাটা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৬০০ লিটার চোলাই নষ্ট করল আবগারি দপ্তর । পাশাপাশি বেশ কিছু চোলাই মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করার পাশাপাশি তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। ধৃত তিন জন হলেন মৌপালের বাসন্তী কিস্কু, পিড়াকাটার চাদমনি হেমরম, জলহরির বর্ধা সরেন।  এই তিনজনের বাড়িতে এই চোলায় তৈরি হতো বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজ একলব্য চক্রবর্তী। তিনি বলেন, “এলাকার লোকেরা আমাদের কাছে অভিযোগ করছিল। সেই অভিযোগ পেয়েই রাজ্য পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমান মদ উদ্ধার হয়েছে ।” এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here