“সরকারের পদক্ষেপের প্রতিবাদ জানাতেই বোমা বিস্ফোরন”

গুয়াহাটিঃ গুয়াহাটিতে হিন্দু বাংলাদেশী শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করায় বিজেপি সরকারের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। শনিবার দুপুরে গুয়াহাটিতে বিস্ফোরণের পর গোপন ডেরা থেকে কয়েকটি বেসরকারি চ্যানেলে ঘটনায় দায় স্বীকার করে চাঞ্চল্যকর এই কথা বললেন  উলফার কমান্ডার-ইন-প্রধান পরেশ বড়ুয়া।

 পুজোর আগে আচমকাই দুপুরে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে  গুয়াহাটির পান বাজারের এলাকা।  ব্রহ্মপুত্র তীরে ঘটানো হয় এই বিস্ফোরণ। যদিও তীব্রতা কম থাকায় খুব বেশী ক্ষয়ক্ষতি বা কোন প্রানহানীর ঘটনা ঘটেনি। যদিও এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। কিন্তু এই ঘটনার পর গোপন ডেরা থেকে উলফার কমান্ডার-ইন-প্রধান পরেশ বড়ুয়া যে দাবী করেছেন তা সত্যি চাঞ্চল্যকর। যদিও ওই বেসরকারি টিভি চ্যানেল গুলির দাবী বিস্ফোরণের দায় স্বীকার করার পাশাপাশি এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন উলফা প্রধান।   উলফা প্রধানের এই বক্তব্যের পর সারা শহর জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুজোর সময় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত হয়ে রয়েছে অসম পুলিশ।

error: Content is protected !!