সঙ্গীতাচার্য পন্ডিত বিষ্ণু সেবক মিশ্রের আবক্ষ মূর্তিতে আগুন

হক জাফর ইমাম(মালদা) প্রখ্যাত সঙ্গীতাচার্য পন্ডিত বিষ্ণু সেবক মিশ্রের আবক্ষ মূর্তিতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা।এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের গৌড়রোড তালতলা এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় মালদা ইংরেজবাজার থানায়। খবর পেয়ে তদন্তে আসে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,  বিখ্যাত সঙ্গীতশিল্পী পণ্ডিত বিষ্ণু সেবক মিশ্রের একটি আবক্ষ মূর্তি তালতলা মোড়ে বহু বছর আগেই স্থাপন করেছিলেন মালদা সংগীত শিল্প সংসদের সদস্যরা। রাজ্যের একজন প্রসিদ্ধ সংগীত শিল্পী ছিলেন যাকে নিয়ে এখনো মালদায় চর্চা হয়ে থাকে।  তাকে সামনে রেখেই প্রতিবছরই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গৌড়রোড এলাকার বাসিন্দারা।  এছাড়াও মালদা সংগীত শিল্পী সংসদের পক্ষ থেকে প্রতি শ্রদ্ধা জানিয়েও বছরে অন্তত একবার নানান ধরনের সংগীততা অনুষ্ঠান আয়োজিত হয় । আর সেই বিখ্যাত সঙ্গীত  শিল্পীর উপর হামলার ঘটনায় মালদা শিল্পীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।তালতলা এলাকার বাসিন্দা তথা পেশায় সংগীত শিল্পী দেবাশীষ মিশ্র বলেন,  সোমবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় এসে ওই আবক্ষ মূর্তিতে সোলা দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায় । এমনকি মূর্তিতে আঘাত হানা হয়।  এলাকার বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এলাকায় বেআইনি মদ,  জুয়ার ঠেক চলছে। তার সঙ্গে অপরাধমূলক কাজ কর্মের গতিবিধিও ক্রমাগত বাড়ছে । এব্যাপারে পুলিশের নজরদারি অত্যন্ত প্রয়োজন । পুরো ঘটনাটি নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ জানানো হয়েছে।অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।

error: Content is protected !!