২২১ মিটার উঁচু রামমূর্তি নির্মাণের ঘোষণা যোগীর

ওয়েবডেস্ক: বিলক্ষণ বলতে হবে দেশে উচ্চতম মূর্তি তৈরির প্রতিযোগিতা চলছে। কখনো প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশ্বের সর্বোচ্চ মূর্তি হিসাবে গুজরাটে বল্লভ ভাই প্যাটেলের মূর্তি উন্মোচন হচ্ছে।

আবার অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করলেন অযোধ্যায় ২২১ মিটার লম্বা গগনচুম্বী রামমূর্তি নির্মাণের। যা হবে বিশ্বের সর্বোচ্চ মূর্তি।

যোগী আদিত্যনাথের এই ঘোষণায় অবাক সারা দেশবাসী। কিছুদিন আগেই ১৮২ মিটার লম্বা বিশ্বের উচ্চতম মূর্তির উন্মচোন করেন প্রধানমন্ত্রী। আর তার কিছুদিন পরেই যোগী বানাতে চাইছেন ২২১ মিটার লম্বা বিশ্বের উচ্চতম মূর্তি। এ যেন অবিশাস্য ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here