করোনার সঙ্গে যুদ্ধে চাই ধৈর্য্য, সহযোগিতা ও সতর্কতা : মোদী

করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে গোটা দেশ। এই ঐক্যবদ্ধ মনোভাবের কাছেই হার মানবে মারণ করোনা। আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি বলেন কোভিড ১৯য়ের সঙ্গে লড়তে গেলে প্রয়োজন ধৈর্য্য, সহযোগিতা ও সতর্কতা। এই তিনটি উপাদান থাকলেই যুদ্ধে জয় সম্ভব। ভারত এই কঠিন সময় অতিক্রম করে যাবেই। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে লেখা এক চিঠিতে এই বক্তব্যই রাখলেন প্রধানমন্ত্রী।

তাঁর মতে গোটা দেশ কঠিন লড়াই লড়ছে। যোগ্য জবাব দেওয়া হচ্ছে করোনাকে। জয় নিশ্চিত। পঞ্চায়েত রাজ সিস্টেমের প্রতিটি সদস্যকে এজন্য ধন্যবাদ জানিয়েছেন মোদি। জয়ী ও সাহসী সৈনিকের মত তাঁরা লড়ছেন বলে জানিয়েছেন তিনি। দেশ জুড়ে দৃষ্টান্ত স্থাপন করছেন তাঁরা, বলেছেন মোদি।

মোদি বলেন গ্রামীণ ভারতকে করোনা থেকে বাঁচাতে পঞ্চায়েত সদস্যরা যা কাজ করছেন, তা প্রশংসনীয়।

error: Content is protected !!