লকডাউনে বাবার শেষকৃত্যে যোগ না দেওয়ার সিদ্ধান্ত যোগীর

 নিজের দায়িত্বের কথা মাথায় রেখে লকডাউনের আবহে বাবার শেষকৃত্যে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যাতে খুব কম সংখ্যক মানুষ তাঁর বাবার শেষকৃত্যে ভিড় জমান, সেই নির্দেশও দিয়েছেন তিনি। সোমবার সকালেই এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা।

যোগী আদিত্যনাথেক বাবা আনন্দ সিং বিস্তের বয়স হয়েছিল ৮৯ বছর। বনাধিকারিক হিসাবেই কাজ করতেন তিনি। গত ১৩ মার্চ থেকে নানারকম শারীরিক অসুস্থতা দেখা যায় তাঁর। তাঁকে ভরতি করা হয় দিল্লির এইমস হাসপাতালে। সেখানে আইসিইউতে ভরতি ছিলেন তিনি। ওই হাসপাতালের এক চিকিৎসক বলেন, “তাঁরা নানা ধরনের শারীরিক সমস্যা ছিল। কিডনি এবং লিভারও প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। লিভারে সংক্রমণও ছিল তাঁর। ডায়ালিসিসও করা হচ্ছিল তাঁর। পাশাপাশি তাঁর রক্তচাপও ছিল অত্যন্ত কম।”

error: Content is protected !!