আজকের দর: ১৭ই ডিসেম্বর সকালের শেয়ার বাজারের রিপোর্ট

সুদীপ্ত ঘোষঃ সোমবার সকালে বাজার খোলার সময় থেকেই গত সপ্তাহের মতোই সেনসেক্স ও নিফটি্ উর্ধমুখী। বাজার খোলার প্রথম দিকেই সেনসেক্স প্রায় ২৮৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে প্রায় ৩৬২৫ সূচকে এবং নিফটি প্রায় ৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে প্রায় ১০৮৭০ সূচকে পৌঁছায়। আজকে বাজার ইতিবাচক হবে বলে মনে করে বিভিন্ন ব্রোকারেজ সংখ্যা।

এই মুহূর্তে টাটা মোটরস এর প্রতি ইউনিট শেয়ারের দাম ৭.৮০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭৪.৭০ টাকা।
আইসিআইসিআই ব্যাংকের প্রতি ইউনিট শেয়ারের দাম ৭.৫৫ টাকা বৃদ্ধি পেয়ে ৩৫৯.৬৫ টাকা হয়েছে।

এই মুহূর্তে প্রতি ইউএস ডলারের দাম ৭১.৮০ টাকা।প্রতি ইউরোর দাম ৮১.১৯ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here