আজকের দর: ১৪ই ডিসেম্বর, শেয়ার বাজারের সর্বশেষ রিপোর্ট

সুদীপ্ত ঘোষঃ শুক্রবার সকালে বাজার খোলার সময় থেকেই শেয়ার বাজারে তেমন কোনও গতিশীলতা লক্ষ্য করা গেলো না। সেনসেক্স ও নিফটি সূচক্ সারাদিন সামান্য ওঠা নামা করে বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ৩৩.২৯ পয়েন্ট অর্থাৎ .০৯৩% বৃদ্ধি পেয়ে ৩৫৯৬২.৯৩ সূচকে এবং নিফটি ১৩.৯০ পয়েন্ট অর্থাৎ .১৩% বৃদ্ধি পেয়ে ১০৮০৫.৪৫ সূচকে।
আজকের প্রধান ৬টি লাভবান হওয়া কোম্পানির শেয়ারমূল্য নীচে দেওয়া হলো-

১)ভারতী এয়ারটেল কোম্পানির প্রতি ইউনিট শেয়ারের দাম ১৬.১০ টাকা অর্থাৎ ৫.৩২% বৃদ্ধি পেয়ে ৩১৮.৮০ টাকা।
২) ইয়েস ব্যাংকের প্রতি ইউনিট শেয়ারের দাম ৫.৬৫ টাকা অর্থাৎ ৩.২৩% বৃদ্ধি পেয়ে ১৮০.৩৫ টাকা।
৩)ওনজিসির প্রতি ইউনিট শেয়ারের দাম ৩.৭০ টাকা অর্থাৎ ২.৫৮% বৃদ্ধি পেয়ে ১৪৬.৯৫ টাকা।
৪)এনটিপিসির প্রতি ইউনিট শেয়ারের দাম ২.৭৫ টাকা অর্থাৎ ১.৯৫% বৃদ্ধি পেয়ে ১৪৩.৮০ টাকা।
৫)ইনফোসিস কোম্পানির প্রতি ইউনিট শেয়ারের দাম ৯.১০ টাকা অর্থাৎ ১.৩১% বৃদ্ধি পেয়ে ৭০৫.৬০ টাকা।
৬)এশিয়ান পেইন্টর প্রতি ইউনিট শেয়ারের দাম ১৪.৯৫ টাকা অর্থাৎ ১.১৩% বৃদ্ধি পেয়ে ১৩৩৫.১০ টাকা।

আজ প্রতি ইউএস ডলারের দাম ৭১.৮৩ টাকা এবং ইউরোর দাম ৮১.১২ টাকা।

error: Content is protected !!