আজকের দর: ১৩ই ডিসেম্বর, শেয়ার বাজারের সর্বশেষ রিপোর্ট

সুদীপ্ত ঘোষঃ বৃহস্পতিবার সকালে বাজার খোলার সময় থেকেই গতকালের মতোই সেনসেক্স ও নিফটি্ উর্ধমুখী ছিল। বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ১৫০.৫৭ পয়েন্ট অর্থাৎ ০.৪২% বৃদ্ধি পেয়ে ৩৫৯২৯.৬৪ সূচকে এবং নিফটি ৫৩.৯৫ পয়েন্ট অর্থাৎ ০.৫০% বৃদ্ধি পেয়ে ১০৭৯১.৫৫ সূচকে। মঙ্গলবার রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে শক্তিকান্ত দাস কে নিয়োগের ঘোষণা থেকে বাজারে ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে তা আজও বজায় ছিল শেয়ার বাজারে।
আজকের প্রধান ৬টি লাভবান হওয়া কোম্পানির শেয়ারমূল্য নীচে দেওয়া হলো-

১) উইপ্রো কোম্পানির প্রতি ইউনিট শেয়ারের দাম ৮.৭০ টাকা অর্থাৎ ২.৬৪% বৃদ্ধি পেয়ে ৩৩৮.৭৫ টাকা হয়েছে ।
২) ইনফোসিস কোম্পানির প্রতি ইউনিট শেয়ারের দাম ১৭.৮০ টাকা অর্থাৎ ২.৬২% বৃদ্ধি পেয়ে হয় ৬৯৬.৫০ টাকা।
৩) কোটাক মাহিন্দ্রা কোম্পানির প্রতি ইউনিট শেয়ারের দাম ৩১.৬০ টাকা অর্থাৎ ২.৫৬% বৃদ্ধি পেয়ে ১২৬৮.০০ টাকা হয়েছে।
৪) মারুতি সুজিকির প্রতি ইউনিট শেয়ারের দাম ১৬২.৯৫ টাকা অর্থাৎ ২.১৮% বৃদ্ধি পেয়ে হয় ৭৬৫০ টাকা।
৫) লারসেন কোম্পানির প্রতি ইউনিট শেয়ারের দাম ২৪.৮০ টাকা অর্থাৎ ১.৭৭% বৃদ্ধি পেয়ে ১৪২৫.১৫ টাকা হয়েছে।
৬) হিরো মোটোকর্প এর প্রতি ইউনিট শেয়ারের দাম ৪৩.৫৫ টাকা অর্থাৎ ১.৩৩% বৃদ্ধি পেয়ে হয় ৩৩০৮.৮৫ টাকা।

আজ প্রতি ইউএস ডলারের দাম ৭১.৬৬ টাকা এবং ইউরোর দাম ৮১.৫১ টাকা।

error: Content is protected !!