আজকের দর: ১৭ই ডিসেম্বর, শেয়ার বাজারের সর্বশেষ রিপোর্ট

সুদীপ্ত ঘোষঃ সোমবার সকালে বাজার খোলার সময় থেকেই গত সপ্তাহের মতোই সেনসেক্স ও নিফটি্ উর্ধমুখী ছিল। আজ শেয়ার বাজারে তেমন কোনো বড় ওঠা নামা লক্ষ্য করা যায়নি।আজ সারাদিন শেয়ার বাজার ছিল ইতিবাচক। বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ৩০৭.১৪ পয়েন্ট অর্থাৎ .৮৫% বৃদ্ধি পেয়ে ৩৬২৭০.০৭ সূচকে এবং নিফটি ৮২.৯০ পয়েন্ট অর্থাৎ .৭৭% বৃদ্ধি পেয়ে ১০৮৮৮.৩৫ সূচকে।
আজকের প্রধান ৬টি লাভবান হওয়া কোম্পানির শেয়ারমূল্য নীচে দেওয়া হল-

১) টাটা মোটরস কোম্পানির প্রতি ইউনিট শেয়ারের দাম ৬.৮৫ টাকা অর্থাৎ ৪.১০% বৃদ্ধি পেয়ে ১৭৩.৭৫ টাকা।
২) পাওয়ার গ্রিড কর্পের প্রতি ইউনিট শেয়ারের দাম ৭.০০ টাকা অর্থাৎ ৩.৭৭% বৃদ্ধি পেয়ে ১৯২.৫০ টাকা।
৩) এইচডিএফসি এর প্রতি ইউনিট শেয়ারের দাম ৫৫.০০ টাকা অর্থাৎ ২.৮৯% বৃদ্ধি পেয়ে ১৯৫৯.১৫ টাকা।
৪) বেদান্ত এর প্রতি ইউনিট শেয়ারের দাম ৪.৪৫ টাকা অর্থাৎ ২.২১% বৃদ্ধি পেয়ে ২০৫.৬৫ টাকা।
৫) উইপ্ৰ কোম্পানির প্রতি ইউনিট শেয়ারের দাম ৬.৭০ টাকা অর্থাৎ ২.০১% বৃদ্ধি পেয়ে ৩৩৯.৮০ টাকা।
৬) কোল ইন্ডিয়ার প্রতি ইউনিট শেয়ারের দাম ৪.৬৫ টাকা অর্থাৎ ১.৮৮% বৃদ্ধি পেয়ে ২৫১.৪০ টাকা।

আজ প্রতি ইউএস ডলারের দাম ৭১.৫৬ টাকা এবং ইউরোর দাম ৮১.১৪ টাকা।

error: Content is protected !!