ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৯ এর সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জুলাই

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৯ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সকল ছাত্র-ছাত্রী সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আবেদন করেছিল তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জুলাই। ২৯ জুলাই  ৮টি  জেলার মোট ১৮ টি ভেনুতে দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সাপ্লিমেন্টারি পরীক্ষাকে সামনে রেখে বুধবার মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে বিভিন্ন ভেনুর প্রধানশিক্ষকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পর্ষদের পক্ষ থেকে পরীক্ষার বিভিন্ন নিয়ম সম্পর্কে অবগত করা হয় প্রধান শিক্ষকদের। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা। সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি জানান এই বছর সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছরের তুলনায় কিছুটা বেশি। এই বছর মাধ্যমিকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসবে ৫ হাজার ১৮১ জন। উচ্চমাধ্যমিকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসবে ৪৭৩ জন ছাত্র-ছাত্রী। ২৯ জুলাই ৮ জেলার ১৮ টি ভেনুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

error: Content is protected !!