এবার স্কুল শুরু সকাল ৮টায়

ওয়েবডেস্ক: ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের স্কুলগুলোর পঠনপাঠনের সময় পরিবর্তন হতে চলেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল শুরু হবে সকাল আটটা থেকে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পর্যন্ত একই সময়ে অর্থাৎ সকাল আটটা থেকে পঠনপাঠন শুরু হবে। প্রাইমারিস্তরে স্কুল ছুটি হবে দুপুর সাড়ে বারোটায়। তারপরের স্তরে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছুটি হবে দুপুর দেড়টায়। রাজ্য শিক্ষা দপ্তরের একটি বিশেষ সূত্র থেকে এই সংবাদ জানা গেছে। এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি ও রূপরেখা তৈরী করে নেওয়া হয়েছে। বিজেপি-আইপিএফটি সরকারের এই সিদ্ধান্ত খুব সহসাই মন্ত্রিসভার বৈঠকে উত্থাপিত হবে এবং সিদ্ধান্তকে সরকারিভাবে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে।

শিক্ষা দপ্তর সূত্রে খবর, বর্তমানে যেসব স্কুলে একই সঙ্গে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠনের পরিকাঠামো রয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে ঐসব স্কুলেই সকাল আটটা থেকে ক্লাস শুরু করা হবে। ইতিমধ্যে শিক্ষা দপ্তরের উদ্যোগে সার্ভে করার কাজ শেষ করে নেওয়া হয়েছে। সার্ভে করার পর যে পরিসংখ্যান হাতে এসেছে তাতে সিদ্ধান্ত নেওয়া হহয়েছে, ২৬২৩টি সরকারি স্কুলের মধ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে ১৮১৩টি স্কুলে সকাল আটটা থেকে ক্লাস চালু করা হবে। এডিসি এলাকায় রয়েছে ১৬৬৫টি স্কুল, এর মধ্যে ১৬৬৪টি স্কুলেই সকাল আটটা থেকে ক্লাস চালু করা হবে। সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল রয়েছে ৪৬টি, এর মধ্যে ২৫টিতে চালু করা হবে। সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসা রয়েছে ৫১টি, এর মধ্যে ৪৯টি স্কুলে সকাল আটটা থেকে ক্লাস চালু করা হবে। সবমিলিয়ে মোট ৪৩৮৫টি স্কুলের মধ্যে ৩৫৫১টি স্কুলে আগামী শিক্ষাবর্ষে পঠনপাঠন শুরু হবে সকাল আটটা থেকে। বাকি ৮৩৪টি স্কুলে এখনই এই পদ্ধতি চালু করা যাচ্ছে না পরিকাঠামোর অভাবে। তবে এই স্কুলগুলোর কর্তৃপক্ষ যদি মনে করে নতুন পদ্ধতি বর্তমান পরিকাঠামোতে চালু করতে পারবে, তাহলে তারাও চালু করতে পারে। নতুবা পরিকাঠামো উন্নয়নের পর পর্যায়ক্রমিকভাবে চালু করতে পারে।

এদিকে রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে সিবিএসই কোর্স চালু করার। এ ব্যাপারে এখন শিক্ষা দপ্তরে ব্যাপক তৎপরতা চলছে। বর্তমানে দেশের পঁচিশটি রাজ্যে সিবিএসই কোর্স চালু রয়েছে। আগামী শিক্ষাবর্ষে ত্রিপুরাকে নিয়ে ছাব্বিশটি রাজ্য হবে। ইতিমধ্যেই এনসিআরটি থেকে ১২ জন এক্সপার্ট আসে রাজ্যের অন্য শিক্ষকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেবেন। জানা গেছে, আগামী জানুয়ারি মাস থেকে মার্চ এই তিন মাস সারা রাজ্যজুড়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্ম সূচি চলবে। এই ব্যাপারেও ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here