ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা দেওয়ার পরিকল্পনায় মউ চুক্তি উচ্চশিক্ষা দপ্তরের

ওয়েবডেস্কঃ ছাত্র ও শিক্ষকদের জন্য ডিজিটাল শিক্ষার সুবিধার্থে সরকারি কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওয়াই-ফাই সুবিধা প্রদানের জন্য উচ্চশিক্ষা দপ্তর রিলায়েন্স জিও ইনফোকোম লিমিটেড (আরজেআইএল) এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

উচ্চশিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বৃহস্পতিবার জানান, শীঘ্রই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সামাজিক প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম সহ কয়েকটি সীমিত সাইটের ব্যবহারের সুবিধা দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের ক্লাসে আকৃষ্ট করার জন্য ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা(ই-লার্নিং) দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

তিনি আরও জানান, “ক্যাম্পাসের ভিতরে ফ্রি ওয়াই-ফাইের মাধ্যমে মোবাইল ইন্টারনেট এবং ই-লার্নিং এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ক্লাস লেকচারে উপস্থিত হওয়ার আগে নির্দিষ্ট বিষয়গুলিতে আরও প্রযুক্তিগত ভাবে পড়তে সহায়তা করবে।”

এমওইউ অনুসারে, প্রতি মাসে একজন ব্যক্তির জন্য ৪জি গতিতে এক জিবি ইন্টারনেটের সুবিধা পাবে। প্রাথমিকভাবে, সুবিধাটি পাঁচ বছরের জন্য থাকবে এবং পরবর্তী সময়ে আরও তিন বছরের জন্য বাড়ানো যাবে। আরজেআইএল সরকারি কলেজগুলিতে সার্ভে করবে এবং নির্দিষ্ট চাহিদার ভিত্তিতে চার মাসের মধ্যে টেলিকম ইন্টারনেটের পরিকাঠামো তৈরী করবে। কলেজ / শিক্ষা প্রতিষ্ঠানগুলি ওয়াই-ফাই সুবিধাটির জন্য প্রয়োজনীয় বিদ্যুতের ব্যবস্থা করবে।

error: Content is protected !!