জীবনাবসান ঘটল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের

নয়াদিল্লি: ৮১ বছর বয়সে চলে গেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি ছিলেন তিনি। শনিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী।

অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন জনিত সমস্যার কারণে শুক্রবারই তাঁকে ভরতি করা হয় দিল্লির ফর্টিস এসকর্ট হার্ট ইনস্টিউটে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর জীবনাবসান ঘটে। গত বছরই ফ্রান্সে তাঁর হার্ট অপারেশন হয়।

দীর্ঘদিন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তিনবার নির্বাচিত হয়ে ১৫ বছর এই পদ সামলেছেন শীলা দীক্ষিত। এছাড়া তিন কেরলের গভর্নরও ছিলেন তিনি।

কংগ্রেস শোকবার্তায় লিখেছে, ‘আজীবন কংগ্রেসনেত্রী তিনি, দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী। দিল্লিকে কার্যত বদলে দিয়েছিলেন তিনি।’

শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, শীলা দীক্ষিতের অবদান মানুষ চিরকাল মনে রাখবে। তাঁর চলে যাওয়ার দিল্লির জন্য বড় ক্ষতি বলেও মনে করনে তিনি।

error: Content is protected !!