করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমলাদের ভূয়সী প্রশংসা মোদীর

সিভিল সার্ভিস ডে-তে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমলাদের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইরকম প্রশংসা করলেন রামনাথ কোবিন্দও।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, “আজ, সিভিল সার্ভিস দিবসে আমি সমস্ত সিভিল সার্ভেন্ট এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতে কোভিড -১৯ কে সাফল্যের সঙ্গে পরাজিত করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, তার জন্য তাঁদের প্রশংসা করি। তারা সবসময় কাজ করছেন, অভাবীদের সহায়তা করছেন এবং সবাই সুস্থ আছেন কিনা তা নিশ্চিত করছেন”।

উল্লেখ্য প্রতিবছরই এইদিনে অর্থাৎ ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়। করোনা আবহে এদিনই আমলাদের ধন্যবাদ জানালেন মোদী। একই সঙ্গে ২০১৮ সালে সিভিল সার্ভিস দিবসের একটি বক্তৃতার ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।

তবে শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, একইসঙ্গে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং সহ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুও সিভিল সার্ভিস দিবসে আমলাদের শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, জনকল্যাণে নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সিভিল সার্ভিসেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও রাষ্ট্রপতি টুইট করে জানিয়েছেন, সমস্ত বর্তমান ও প্রাক্তন কর্মী ও তাঁদের পরিবারকে অভিনন্দন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here