হঠাৎ-ই ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা

শিলিগুড়ি:  ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। কম্পন অনুভূত হয় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তির্ন অঞ্চলে। আজ শুক্রবার দুপুরে এই ভূকম্পন অনুভূত হয়। জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ কম্পনে রাস্তায় নেমে আসেন বহু মানুষ।

এমনকি অফিস কিংবা বহুতলে সেই মুহূর্তে থাকা লোকজন বেরিয়ে আসেন। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে কার্যত একটা হুলস্থুল বেঁধে যায়। যদিও এখনও পর্যন্ত কম্পনে কোনও হতাহতের খবর জানা যায়নি। এমনকি ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ইতিমধ্যে যে সমস্ত জায়গায় কম্পন অনুভূত হয়েছে সেখানে ইতিমধ্যে প্রশাসনের তরফে আধিকারিকরা পৌঁছছেন বলে জানা যাচ্ছে,

সিকিম হাওয়া অফিসের অধিকর্তা গোপীনাথ রাহা উত্তরে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেলা ৩টা ৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলা।

অন্যদিকে, এদিন প্রথম কম্পন অনুভূত হয়েছে অরুণাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৫। কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে সেখানে। অরুণাচল-বাংলার পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে অসমেও।

error: Content is protected !!