রায়গঞ্জের খুনের ঘটনার রহস্যের কিনারা, গ্রেফতার যুবক

গৌতম পাল(উত্তর দিনাজপুর): গার্লফ্রেন্ডের স্নান করার ভিডিওগ্রাফি তুলে ব্ল্যাকমেল করার জন্যই খুন করা হয়েছে রায়গঞ্জ থানার পিপলান গ্রামের ব্যাবসায়ী সুজন মন্ডলকে। আজ খুনের ঘটনায় জড়িত মনোজ বিনকে গ্রেপ্তার করার পর এই ঘটনা প্রকাশ্যে আসে।
জেলা পুলিশ সুপার সুমিত কুমার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, পিপলানের বাসিন্দা ব্যাবসায়ী সুজন মন্ডল খুনের অভিযোগে আজ গ্রেপ্তার করা হয় ওই গ্রামেরই বাসিন্দা মনোজ বিনকে। মনোজ বিন খুনের ঘটনা স্বীকার করার পাশাপাশি জানায় তার গার্লফ্রেন্ডকে ব্ল্যাকমেল করার জন্যই সে সুজনকে রামদাঁ দিয়ে কুপিয়ে খুন করেছে। রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপার নেতৃত্বে পুলিশের একটি টিম তল্লাশি চালিয়ে মনোজকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে খুনে ব্যাবহৃত ধারালো অস্ত্রটি। ধৃত মনোজ বিনকে আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।
উল্লেখ্য, রায়গঞ্জ থানার জয়নগর এলাকার পিপলান গ্রামের বাসিন্দা সুজন মন্ডল গত ১০ ডিসেম্বর রাতে খুন হন। বাড়ি থেকে কিছুটা দূরে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সুজন মন্ডল  খুনের ঘটনায় আজ মনোজ বিনকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ।
error: Content is protected !!