করোনা-মুক্তদের থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রক

করোনা মুক্তদের থেকে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই, বরং যাঁরা কোভিড-19 মুক্ত হচ্ছেন তাঁরাই অন্য আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার ব্যাপারে মাধ্যম হিসেবে কাজ করতে পারেন, সোমবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

একদিকে যেমন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, উল্টোদিকে তেমনই বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।

তিনি বলেন, ‘করোনার সংক্রমণ থেকে যাঁরা সুস্থ হয়ে উঠেছেন তাঁদের থেকে আর সংক্রমণের কোনও সম্ভাবনা নেই। বরং তাঁদের শরীরের প্লাজমা ব্যবহার করে অন্যদের সুস্থ করে তোলার চেষ্টা চলছে। করোনামুক্তরা রোগীদের সুস্থ হয়ে ওঠার মাধ্যম হিসেবে কাজ করতে পারেন।’

error: Content is protected !!