MY HOME INDIA ও রাজ্যের মন্ত্রী-বিধায়কদের জন্যই ছেলেকে শেষ দেখা দেখলেন মা

“জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে”। জন্ম হলেই মৃত্যু হবে, এটাই বিধাতার নিয়ম। মৃত্যু কখন আসবে তা বিধাতা ছাড়া কেউ কোনদিন বলতে পারবেনা। কিন্তু মাত্র ২৮ বছর বয়সে এক তরুনের প্রান চলে যাওয়া সেটা সত্যি বেদনাদায়ক। রোজগারের আশায় রাজ্য ছেড়ে বহিরাজ্যে কাজ করতে গিয়েছিলেন ধর্মনগরের যুবক প্রদীপ নাথ। কিন্তু সেই বহিরাজ্যে যাওয়াই কাল হয়ে উঠল তার কাছে।১৭ ফেব্রয়ারি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ২৭ মার্চ মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাজ্যের যুবক প্রদীপ। MY HOME INDIA ব্যাঙ্গালোরের আধিকারিকরা জানিয়েছেন যে ব্যাঙ্গালোরে একটি সিকিউরিটি কম্পানিতে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ওই যুবকের। সঙ্গে সঙ্গে সেই কম্পানির কর্মীরা একটি বেসরকারি নাসিং হোমে নিয়ে যান। সেখানেই তার চিকিৎসা চলছিলো। কিন্তু সেখানে প্রায় কয়েকলক্ষ টাকা বিল হয়ে গিয়েছিল তার চিকিৎসা খরচ বাবদ। এবং কম্পানি কতৃপক্ষ প্রায় ১ লক্ষ টাকা দিয়েছিলেন কোমায় চলে যান তিনি। এরপরেই খবর পেয়ে সেখানে পৌঁছান MY HOME INDIA ব্যাঙ্গালোরের সদস্যরা। কথা বলেন কম্পানির আধিকারিকদের সঙ্গে। এরমধ্যে নাসিংহোমের বিল বাড়তে থাকায় কম্পানি থেকে প্রদীপ নাথকে ই এস আই কার্ড করে দেওয়া হয়। এরপরেই ওই নার্সিংহোম থেকে প্রদীপকে নিয়ে যাওয়া হয় অপর একটি নার্সিং হোমে। সেখানে ই এস আইয়ের কার্ডের মাধ্যমে তার চিকিৎসা চলছিলো। কিন্তু সব চেষ্টাই বিফলে যায়। ২৭ মার্চ মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রদীপ নাথ। ব্যাঙ্গালোরে মৃত্যুর পর আগরতলাতে দেহ পাঠানো নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দেয়। প্রদীপ নাথের পারিবারিক অবস্থা খুবই খারাপ। ঠিক যেন নুন আনতে পান্তা ফুঁড়োয় এমন অবস্থা। বাড়িতে শুধু মা আর বোন। কিন্তু ছেলের মুখটি শেষবার দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েন তার মা। এই সময় MY HOME INDIA ব্যাঙ্গালোরের পক্ষ থেকে যোগাযোগ করা হয় রাজ্যে লোকসভা নির্বাচনে পূর্ব আসনের বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরার সাথে। তিনি কথা বলেন প্রতিমা ভৌমিক, রাজীব ভট্টাচার্য, যাদব লাল নাথের সঙ্গে। এদের সকলের সহযোগিতায় রাজ্যে নিয়ে আসা হয় প্রদীপ নাথের দেহ। আগরতলা বিমানবন্দরে দেহ পৌঁছানোর পর বামুটিয়ার বিধায়ক কৃষ্ণধন দাসের সহযোগিতায় ধর্মনগরে নিয়ে আসা হয় প্রদীপের দেহ। ছেলেকে শেষ দেখা দেখতে পান মা। সেখানেই শেষকৃত্য সম্পন হয়।


error: Content is protected !!