সৌরভী দেববর্মাকে নিয়ে নীরব প্রচার মাধ্যম! কিন্তু কেন?

আগরতলাঃ রবিবার রাতে রাজধানীর বিবেকানন্দ ময়দানে উত্তর-পূর্বাঞ্চলীয় যুব উৎসবকে ভিত্তি করে রাজ্যের ক্রিয়া দপ্তর যে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিলো তাতে রাজধানীতে ঢল নেমেছিলো মানুষের। মুম্বাইয়ের বিখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক সুরেলা গলায় গাওয়া গান মুগ্ধ করেছিলো রাজ্যবাসীকে।

কিন্তু রাজ্যের সোনার মেয়ে সৌরভী দেববর্মা ও কৌশিক  চক্রবর্তীকে ভুলেই গিয়েছিলো রাজ্যের মানুষ। কিন্তু নর্থ-ইস্ট অনুষ্ঠানের সৌজন্যে আবার মানুষের মন জয় করে নিলো।

রাজ্যের গর্বের মেয়ে সৌরভী দেববর্মা। একসময় জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের মাধ্যমে সারা দেশের সামনে ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করেছিলেন। তিনি আজ প্রচারের আলো থেকে এতটা বঞ্চিত কেন? সেটা ভাবতে হবে রাজ্যের মানুষকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here