৪ মে থেকে একাধিক জেলায় ছাড়, নয়া গাইডলাইনের কথা জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

৩ মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হল ৪ মে থেকে জারি হবে নতুন নির্দেশিকা। বুধবারই এই বিষয়ে নতুন গাইডলাইনের কথা জানানো হল কেন্দ্রের তরফে।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে মুখপাত্র ট্যুইট করে জানিয়েছেন, ”৪ মে থেকে নতুন গাইডলাইন কার্যকর হবে। আর সেই নির্দেশিকায় একাধিক জেলার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।’ নতুন নির্দেশিকা প্রসঙ্গে কিছুদিনের মধ্যেই জানানো হবে বলে উল্লেখ করেছেন তিনি।

বুধবার লকডাউন নিয়ে একটি বৈঠক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। লকডাউনের ফলে, পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। তবে ৩ মে পর্যন্ত লকডাউন কঠোরভাবে মানার কথা বলেছেন তিনি।

এদিকে এদিনই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে। বুধবার এই ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।

লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় অসুবিধায় পড়েছেন পরিযায়ী শ্রমিকেরা। টাকার অভাবে না খেতে পেয়ে থাকতে হয়েছে। কেউ আবার হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছেন। সম্ভবত সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র। ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক, পর্যটক ও পড়ুয়াদের এক্ষেত্রে ছাড় দেওয়া হবে। সেই নির্দেশিকা লাগু হচ্ছে বুধবার থেকেই।

ADVERTISEMENT

error: Content is protected !!