আস্থা ভোটে সংখ্যা গরিষ্ঠতায় জিতল বিজেপি, হার হল কুমারস্বামীর

বেঙ্গালুরু: কর্ণাটকের আস্থা ভোট শেষ। আস্থা ভোটে হেরে গেলেন কংগ্রেস-জেডিএস জোট সরকারের মুখ্যমন্ত্রী কুমারস্বামী।

আস্থা ভোটে ৯৯টি ভোট পেয়েছে কংগ্রেস-জেডিএস, বিজেপি পেল ১০৫টি ভোট। ফলে আনুষ্ঠানিকভাবেই সংখ্যাগরিষ্ঠতা হারাল কংগ্রেস-জেডিএস জোট।

গত কয়েকদিন ধরে কার্যত রাজনৈতিক নাটক চলছিল কর্ণাটকে। একাধিক বিধায়ক ইস্তফা দেন। তাঁদের ইস্তফা প্রথমে গ্রহণ করা না হলেও তাঁরা তাঁদের অবস্থানে অনড় থাকেন। দীর্ঘ কয়েকদিনের টানাপোড়েনের পর অবশেষে মঙ্গলবার হয় আস্থা ভোট।

এদিন বিধানসভায় আস্থা ভোটের আগে আবেগঘন বক্তব্য পেশ করেন কুমারস্বামী। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘খুব একটা সহজ হবে না আগামী দিন।’ স্পিকার তাঁজে জিজ্ঞাসা করেন যে তিনি ওই বিধায়কদের দলে ফিরিয়ে নেবেন কিনা। কিন্তু কুমারস্বামী বলেন, ওই বিধায়করা যে বিশ্বাসঘাতকা করেছেন, তার ক্ষমা হবে না। এরপরই হয় আস্থাভোট। সব বিধায়করা সেই ভোটে অংশগ্রহণ করেন। এরপর ভোটের ফলাফল ঘোষণা করেন স্পিকার।

কর্ণাটকের হেডকোয়ার্টারে খুশির রেশ। তারাই সরকার গঠন করবে বলে ট্যুইট করেছে। গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেন কর্ণাটক বিজেপি চিফ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।

error: Content is protected !!