আতঙ্ক বাড়িয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ২০,০০০

ভারতে যে এভাবে লাফিয়ে লাফিয়ে সংখ্যাটা বেড়ে যাবে এটা আশঙ্কা ছিল। আর সেই আশঙ্কাই এবার সত্যি হল। ২০ হাজার পেরিয়ে গেল আক্রান্তের সংখ্যা। বুধবার এই পরিসংখ্যান দেওয়া হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে।

এই মুহূর্তে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২০,৪৭১। এর মধ্যে সুস্থ হয়ে গিয়েছে ৩,৯৫৯ জন। মৃত্যু হয়েছে ৬৫২ জনের।

আপাতত ৩ মে পর্যন্ত জারি আছে লকডাউন। তারপর কী হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ২৭ এপ্রিলের পর। ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যদিও গত সোমবার কেন্দ্র জানিয়েছে, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার ক্রমশ কমছে। জানানো হয়েছে, লকডাউনের আগে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল ৩.৪ দিনে। আর এখনই সেটা হচ্ছে ৭.৫ দিনে। গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী ৭.৫ শতাংশ কমেছে দ্বিগুণ হওয়ার হার।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে লকডাউন না বাড়ালে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে যাবে। অন্যদিকে আমেরিকায় মৃত ৪৪ হাজার ছাড়িয়েছে।

error: Content is protected !!