অভিনব উপায়ে নিজের মনের মানুষটিকে বলেই ফেলুন “আই লাভ ইউ”

পৃথা ভট্টাচার্যঃ ৮ ফেব্রয়ারি। আজ ভ্যালেন্টাইন’স সপ্তাহের দ্বিতীয় দিন। প্রথম দিন অর্থাৎ Rose Day এর দিন  নিজের প্রিয় মানুষটির হাতে গোলাপ ফুল তুলে দিলেও নিজের মনের কথাটা আর সাহস করে বলে উঠতে পারেননি নিশ্চয়। তাহলে আর দেরী না করে আজকেই আপনার মনের কথা যেটা এতদিন শুধু নিজেই মনে মনে ভাবতেন সেটা আপনার সঙ্গিনীকে বলেই দিন। মনের মানুষটির কাছে গিয়ে বলে ফেলুন “আই লাভ ইউ”। কিন্তু প্রেমের প্রস্তাব দেওয়ার মুহূর্তটা সকলেই খুব স্মরণীয় করে রাখতে চান। এখনকার যুগে মানুষ আরও আধুনিক হয়ে উঠেছে। হাতে হাতে স্মার্ট ফোন, স্যোসাল মিডিয়ার যুগে নিজের প্রিয় মানুষটিকে একটু ভিন্ন রকম ভাবে প্রেমের প্রস্তাব দেওয়া যেতেই পারে। অন্যরকম ভাবে যদি আপনার প্রিয় মানুষটিকে প্রেমের প্রস্তাব দেন তাহলে তার কাছে আপনি বিশেষ গুরুত্বও পাবেন। তাহলে দেখে নিন কিভাবে আপনি আপনার মনের মানুষের কাছে গিয়ে বলতে পারেন “আই লাভ ইউ”।

টি-শার্ট: উইল ইউ ম্যারি মি লেখে টি-শার্ট পরে ওঁর সামনে যান। বুঝে যাবেন আপনার মনের কথা। অথবা নিজের মনের কথা লিখে বিশেষ ভাব বানাতে পারেন টি-শার্ট।
ইউটিউব: আপনার মনের কথা জানিয়ে ভিডিও রেকর্ড করুন। তারপর সেই ভিডিও ইউটিউবে আপলোড করে পছন্দের মানুষের ফোনে পাঠিয়ে দিন লিঙ্ক।
অ্যালার্ম: আপনার পছন্দের মানুষটির ফোনটা নিয়ে মাঝ রাত বা ভোরের দিকে রিমাইন্ডার অ্যালার্ম দিয়ে রাখুন। যখন সেই বাজবে স্ক্রিনে ফুটে উঠুক আপনার মনের কথা।
ফোনে নাটক: একটু যদি কিছু ক্ষণ নাটক জিইয়ে রাখতে চান ওঁর বালিশের নীচে, ব্যাগের ভিতর রেখে দিন ছোট ছোট চিরকুট। এ বার ফোনে মেসেজ পাঠিয়ে লিখুন বালিশের নীচে কী আছে দেখতে। সেই চিরকুটে লেখা থাকুন ব্যাগের ভিতর দেখার কথা। তারপর ব্যাগ, এরপর আরও বাড়াতে পারেন নাটক। তবে বেশিক্ষণ না। এতে একঘেয়ে লাগতে পারে। শেষ চিরকুটে লেখা থাক মনের কথা।
ফোনে নাটক: একটু যদি কিছু ক্ষণ নাটক জিইয়ে রাখতে চান ওঁর বালিশের নীচে, ব্যাগের ভিতর রেখে দিন ছোট ছোট চিরকুট। এ বার ফোনে মেসেজ পাঠিয়ে লিখুন বালিশের নীচে কী আছে দেখতে। সেই চিরকুটে লেখা থাকুন ব্যাগের ভিতর দেখার কথা। তারপর ব্যাগ, এরপর আরও বাড়াতে পারেন নাটক। তবে বেশিক্ষণ না। এতে একঘেয়ে লাগতে পারে। শেষ চিরকুটে লেখা থাক মনের কথা।
বক্স প্রপোজর: নাটকের পর সারপ্রাইজ পেতে সকলেই ভালবাসেন। উপহার দিন গিফ্‌ট বাক্স। বড় বক্সের মধ্যে মাঝারি বক্স, তার মধ্যে ছোট বাক্স, তার ভিতর আরও ছোট বাক্স। এ ভাবে একটার পর একটা বাক্স ভরে নাটক তৈরি করুন। সবচেয়ে ছোট বাক্সের মধ্যে ভরে দিন মনের কথা। যদি আপনার বাজেট বেশি হয় বা বিয়ের প্রপোজান দিতে চান তাহলে ভরে দিতে পারেন আংটি। নাহলে ছোট যে কোনও উপহার। ছোট কাগজে নিজের মনের কথা জানিয়ে নোট লিখেও ভরে দিতে পারেন।
মিল প্রপোজ: প্রেমিক বা প্রেমিকা যদি খেতে ভালবাসে তাহলে প্রপোজ করার এটাই সেরা উপায়। পিত্জা অর্ডার দিয়ে বাক্সের গায়ে এ ভাবে লিখে দিতে পারেন মনের কথা। অথবা বাড়িতে কেক, কুকিজ বানিয়ে উপরে আইসিং করেও মনের কথা লিখতে পারেন। আর নাহলে ওঁর সবচেয়ে প্রিয় খাবারটা বানিয়ে প্লেটের পাশে টেবলের উপর রেখে দিন ছোট্ট নোট।
রেডিও প্রপোজ: প্রেমিক বা প্রেমিকার প্রিয় রেডিও অনুষ্ঠানের মাধ্যমেও প্রপোজ করতে পারেন। কলার হিসেবে ফোন করে জানিয়ে দিন মনের কথা। সঙ্গে ওঁর প্রিয় গানের রি্কোয়েস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here