লকডাউনে খুলবে না সেলুন-রেস্তরাঁ, নয়া নির্দেশিকা কেন্দ্রের

শুক্রবার রাতেই প্রকাশিত হয় নয়া নির্দেশিকা। এই নির্দেশিকায় বেশ কিছু ছাড় দিয়েছে কেন্দ্র। লকডাউনের নিয়ম শিথিল করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কোন দোকান খুলবে ও কোন দোকাব খুলবে সে নিয়ে বিতর্ক দাঁনা বাধলে পরে প্রকাশষিত একটি নির্দেশিকায় বলা হয় পাড়ার ছোটখাটো সেলুন ও দোকান এই সময় খোলা হবে না।

পূণ্যসলিলা শ্রীবাস্তব জানান, “কোনও রেস্তোরাঁ খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়নি। তেমনই সেলুন খোলারও কোনও নির্দেশিকা দেয়নি কেন্দ্র। এগুলি সার্ভিস বা পরিষেবা কেন্দ্রীক দোকান। এগুলিকে খোলার অনুমতি দেওয়া হয়নি। শুধু মাত্র যে সমস্ত দোকান কিছু জিনিস বিক্রি করেন, সেগুলিই খোলার অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, গ্রাম্য এলাকায় যে সমস্ত দোকান খাবার কেনাবেচা করে, সেগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনও শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়নি। আর শহুরে এলাকায় কন্টেইনমেন্ট জোন (Containment Zone) ছাড়া অন্য এলাকাগুলিতে ছোট দোকান, এমনই একক দোকান, স্থানীয় দোকান ও আবাসনের ভিতরের দোকান খুলতে অনুমতি দেওয়া হয়েছে। তবে হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় কোনও দোকান খোলা থাকবে না।

error: Content is protected !!