পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে ডিসেম্বরে দিল্লির যন্তরমন্তরে ধর্নায় IPFT তিপ্রাহা গোষ্ঠী

আগরতলা- ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরায় হাজার হাজার বিদেশি বিভিন্ন সময়ে বেআইনিভাবে প্রবেশ করেছে । যে কারণে এককালের সংখ্যাগরিষ্ঠ তিপরাসারা এখন সংখ্যালঘুতে পরিণত ।

তাই তাদের স্বার্থ সুরক্ষায় TTAADCকে ভারতের সংবিধানের ২ নং ও ৩ নং ধারা অনুযায়ী একটি পৃথক পূর্ণাঙ্গ রাজ্যে উন্নিত করতে হবে ।

সোমবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে আইপিএফটি দলের ত্রিপুরা তিপ্রাহা গোষ্ঠী তাদের প্রথম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা গুলি বলেন সংগঠনের সদস্যরা । পাশাপাশি গৃহীত সিদ্ধান্তগুলো রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সামনে তুলে ধরেন তাঁরা ।

পাশাপাশি সাংবাদিক সম্মেলনে তাঁরা আরও জানিয়েছেন,  ১৯৪৯সালকে ভিত্তি বৎসর করে অতিসত্বর রাজ্যে এনআরসি চালু করতে হবে।  নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে।

 বিশেষ নিয়ম প্রক্রিয়ার মাধ্যমে ত্রিপুরা সারা যুবক-যুবতীদের সরকারী চাকুরী প্রদান করতে হবে এবং রাজধানী দিল্লিতে তিপরাসাদের জন্য ৫00 আসনবিশিষ্ট হোস্টেল নির্মাণ করতে হবে ।এরপর সাংবাদিক সম্মেলনে এক অদ্ভুত দাবী করে বলেছেন, যেসব ও উপজাতি ছেলেদের সাথে উপজাতি মেয়েদের বিয়ে হয়েছে তাঁদের উপজাতি শংসাপত্র বাতিল করতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে আই পি এফ টি তিপ্রাহা গোষ্ঠী দুটি আসনেই প্রতিনিধিত্ব করবে।

তাছাড়া আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পার্টি’র পূর্ণাঙ্গ তথা ত্রিপুরা রাজ্য গঠনের দাবিতে দিল্লির যন্তরমন্তরে একদিনের জন্য গণঅবস্থান পালন করবে বলে জানান পার্টি নেতৃত্ব।

error: Content is protected !!