সিপিআইএম বিধায়ক এর মদতে রাজ্যে প্রবেশ করলো অসমের দুই যুবক

করোনা মোকাবিলায় গোটা দেশজুড়ে চলছে লকডাউন। রাজ্য একই অবস্থা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সিল করে দিয়েছে বাংলাদেশ সীমান্ত। একই ভাবে প্রতিবেশী রাজ্য আসামের সীমান্তও সিল করে দিয়েছে রাজ্য প্রশাসন। তা সত্ত্বেও প্রতিবেশী রাজ্য অসম থেকে প্রতিদিন নিয়ম করে রাজ্যে প্রবেশ করছে মানুষ। বর্তমানে দেশের করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে অন্যতম। এখন পর্যন্ত অসমে করুণা আক্রান্ত হয়েছে 38 জন। এই কারণে অসমে করুনার প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক সৃষ্টি হচ্ছে রাজ্যেও।

রাজ্য জুড়ে করোনা আতঙ্কের মধ্যেই উত্তর জেলার কুর্তি বিধানসভা কেন্দ্রের ইসলাম উদ্দিনের হাত ধরে রাজ্যে প্রবেশ করেছে অসমের পাথাররকান্দি এলাকার দুই যুবক।অভিযোগ করেছেন স্থানীয় উপপ্রধান।উপপ্রধানের বক্তব্য স্থানীয় টিএসআর ক্যাম্পের মেজর জানিয়েছেন বিধায়ক ইসলাম উদ্দিন এই দুই যুবককে অসমে পাঠিয়ে দেওয়ার জন্য তার কাছে সাহায্য চেয়েছিলেন।

উত্তর জেলার কুর্তি, তারকপুর এলাকার খবর অনুযায়ী, সোমবার সকালে অসমের পাথারকান্দি থেকে দুই যুবক এসেছিল কুর্তি এলাকায়।তারা আশ্রয় নিয়েছিল স্থানীয় এক পুলিশ কর্মীর বাড়িতে! একথা জানিয়েছেন গ্রাম প্রহরী।এদিন রাতেই তারা কুর্তি – তারক পুর সীমান্ত দিয়ে আসামে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল। রাতে অসম সীমান্ত পারাপারের সময় স্থানীয় লোকজন এই দুই যুবককে আটক করে। দুই যুবকের কথায় ছিলো প্রচুর অসংলগ্নতা। সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন আটককৃত দুই যুবককে কদমতলা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ দুই আটক করে থানায় নিয়ে যায় তাদের।খবর পেয়ে ছুটে আসে স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার সকালে তাদের নিয়ে যাওয়া কোয়ারেন্টাইনে।

কুটির বিধায়ক উদ্দিন জানান সোমবারে আগরতলা থেকে আসা অসমের দুই যুবক তাকে ফোন করেছিল।এবং তাদেরকে অসমের যাওয়ার ব্যাবস্থা করে দিতে বলেছিল।তিনি তখন তাদেককে স্থানীয় টি এস আর ক্যাম্পের নায়েক সুবেদার এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা অসম ত্রিপুরা সীমান্তের কুর্তি, জেরজেরি ও তারক পুর এলাকায়।