চাঁদের অন্ধকার দিকটির রহস্য ভেদ করতেই উড়ে যাবে chandrayaan 2

নয়াদিল্লি: ইসরোর উদ্যোগে ফের একবার চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ভারত৷ চন্দ্রায়ন ২ চাঁদে রহস্যভেদ করবে। এতদিন চাঁদের আলোকিত দিকে পা রেখেছিলেন দেশের বিজ্ঞানীরা৷ তবে, এবার চাঁদের অন্ধকার দিকে কি রয়েছে সেই রহস্যের উন্মোচন করতে চলেছে ভারত৷ অর্থাৎ যে দিকটায় সূর্যের আলো পড়ে না৷

আর তা করতেই চন্দ্রায়ন-২কে মহাকাশে পাঠানোর জন্যে তৈরি ভারতের মহাকাশ সংস্থা ইসরো। গত রবিবার প্রযুক্তিগত ত্রুটির কারণে আটকে যায় এই অভিযান। কিন্তু আজ সোমবার সব বাঁধা কাটিয়ে চাঁদে পাড়ি দেবে চন্দ্রায়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here