২৪ ঘন্টার মধ্যেই রকেটের ত্রুটি সারিয়ে ফেলে বিজ্ঞানীরা, উৎক্ষেপণের পর জানালেন ইসরো প্রধান

 যাবতীয় বাধাবিঘ্ন কাটিয়ে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান ২। সোমবার দুপুর ২.৪৩ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে GSLV Mark III রকেটে চড়ে নির্দিষ্ট কক্ষে পাড়ি দেয় সে। উৎক্ষেপণের সময় মিশন কন্ট্রোলে হাজির ছিলেন ইসরোর চেয়ারম্যান কে শিবম। উৎক্ষেপণের পর নির্ধারিত ১৬ মিনিটে চাঁদের কক্ষে পৌঁছে যায় যানটি। প্রাথমিক ধাক্কার পর এই সাফল্যের জন্য চন্দ্রযান ২ এর সঙ্গে জড়িত সমস্ত প্রযুক্তিবিদদের কৃতিত্ব দেন শিবম। 

মোট ৩ ধাপে ভূপৃষ্ঠ নির্দিষ্ট কক্ষে পৌঁছয় চন্দ্রযান। প্রতিটি ধাপই নিখুঁতভাবে পূর্বপরিকল্পনা মতো কাজ করেছে বলেছে জানিয়েছে ইসরো। উৎক্ষেপণের পর চাঁদের কক্ষে পৌঁছবে মোট ১৫ বার জ্বলবে চন্দ্রযানের রকেট। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে নামবে চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম। 

এদিন উৎক্ষেপণের পর কে শিবন জানান, ‘গত ১৫ জুলাই ত্রুটি ধরা পড়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের প্রযুক্তিবিদরা তা সারিয়ে ফেলেন। তার পর চলে পরীক্ষা নিরীক্ষার পালা। রকেটের সমস্ত যন্ত্রাংশ যে সঠিক ভাবে কাজ করছে তা নিশ্চিত করা হয়।’ 

ইসরোর চেয়ারম্যানের কথায়, চন্দ্রযান ২ উৎক্ষেপণের জন্য জিএলএলভি মার্ক থ্রি রকেটের ক্ষমতা ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। 

চন্দ্রযান ২-এ রয়েছে মোট তিনটি অংশ। অরবিটারটির নাম চন্দ্রযান ২। যানের যে অংশটি চাঁদের মাটি স্পর্শ করবে তার নাম বিক্রম। আর চাঁদের মাটিতে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য তৈরি গাড়ি বা রোভারটির নাম প্রজ্ঞান। 

error: Content is protected !!