আজই করোনার সঙ্গে মোকাবিলা করার জন্য দ্বিতীয় দফার জরুরি চিকিৎসা সামগ্রী বাংলাদেশের হাতে তুলে দিল ভারত। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যেমন সর্বশক্তি নিয়োগ করেছিল এবারও এই মারণ ভাইরাসের মোকাবিলায় পাশে থাকল। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এই চিকিৎসা সামগ্রীগুলি হস্তান্তর করেন। এতে একলক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিক্যাল ল্যাটেক্স গ্লাভস। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ, প্রতিরক্ষামূলক সরঞ্জাম এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ভারত থেকে যে ধারাবাহিক সাহায্য করা হচ্ছে তার প্রশংসা করেন। বলেন, সংকটের সময়ে প্রতিবেশী বন্ধুর সহায়তাকে আমরা স্বাগত জানাই। হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশও কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ সরকারকে ভারতের তরফে সবরকম সাহায্য করা হবে বলেও প্রতিশ্রুতি দেন। সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায় এর সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সাহায্য করার উদ্দেশ্যে এই সাহায্য করা হয়েছে বলে উল্লেখ করেন। চিকিৎসা সামগ্রীগুলি বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোর ডিপোতে পাঠানো হয়েছে। এর আগে বিমান বাংলাদেশের সহায়তায় ওষুধগুলি ভারত থেকে আনা হয়। এই সময়োপযোগী সাহায্যের জন্য হাইকমিশন বিমান সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
Latest News
ঘোষণা হল জয়েন্ট এন্ট্রান্স মেইনের নির্ঘণ্ট
কলকাতা: অবশেষে ঘোষণা করা হল জয়েন্ট এন্ট্রান্স মেইনের নির্ঘণ্ট। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ১৮ থেকে ২৩ জুলাই হতে চলেছে...
রাজ্যকে দূর্নীতিমুক্ত করতে নতুন উদ্যোগ সরকারের
রাজ্যকে দূর্নীতিমুক্ত রাখার ক্ষেত্রে বর্তমান সরকার আপোষহীন নীতি অবলম্বন করে কাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে কেউযদি আপনার কোন ব্যক্তিগত কাজ করতে গিয়ে কোনো সরকারি আধিকারিক...
চরিলাম পরিমল চৌমুনি সবজি বাজার বারোটার মধ্যে বন্ধ করার জন্য প্রশাসনিক পদক্ষেপ
উল্লেখ্য করোনা ভাইরাস সংখ্যা ছেড়ে যাওয়ার সাথে সাথে কঠোর হচ্ছে প্রশাসন যদিও প্রত্যেকদিন মহকুমা প্রশাসনসহ পুলিশ জনসাধারণকে সতর্ক করার জন্য চেষ্টা চালিয়ে...