বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একশ ছাড়িয়ে গেলো

বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একশ ছাড়িয়ে গেলো।আক্রান্তের সংখ্যা ২৯৪৮।
বাংলাদেশে করোনা সংক্রমনের সপ্তাহ চলছে।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দু’দিন আগেই বলেছিলেন, এই সপ্তাহটি বাংলাদেশের জন্য ভয়াবহ। স্বাস্থ্যবিধি মেনে চলা না হলে ফল ভাল হবে না। কিন্তু হাটবাজারের যা হাল, তাতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সে বিষয়ে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞ সহ সচেতন মানুষের কপালে।
সোমবার স্বাস্থ্য বুলেটিনে জানানো হলো, এদিন নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১জনে। একদিনে নতুন ২৭৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।তাতে ৪৯২জন আক্রান্ত ।যা নিয়ে আক্রান্ত বেড়ে ২৯৪৮ জনে পৌছেছে।
এদিন স্বাস্থ্য অধিদফতরের অনলাইনে বুলেটিন এতথ্য জানান, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নতুন আক্রান্ত ৪৯২ জনের মধ্যে সর্বোচ্চ ১৯.৫% গাজীপুরের। ১৩.৫% কিশোরগঞ্জের এবং নরসিংদীর ৬%। মৃত ১০ জনের মধ্যে পুরুষ ৮জন এবং মহিলা দুজন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১০ জনের মধ্যে ষাটোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং চল্লিশোর্ধ্ব দুজন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় মারা গেছেন ৫জন, নারায়ণগঞ্জে ৪জন এবং নরসিংদীতে ১জন ।। ঢাকা ও নারায়ণগঞ্জে আগের মতোই উর্ধে রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ পিপিই সহ চিকিৎসা সামগ্রী গ্রহণ এবং তা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণের তথ্য তুলে ধরেন। এছাড়া করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

error: Content is protected !!