তিনটা ছাগল ও একটি অল্ট্রো গাড়ি উদ্ধার হল আঠারোমুড়ায়

একই সাথে তিনটি ছাগল চুরির ঘটনায় উত্তপ্ত মুঙ্গিয়াকামী থানাধীন আঠারোমুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকা বরাবর পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না এলাকাবাসীর, বরং পুলিশ জানিয়ে দেয় গ্রামবাসীরা যেন সেই সকল চোরদের পাকড়াও করে। তারা কিছু করতে পারবে না বলে অভিযোগ করে এলাকাবাসী, শেষ পর্যন্ত পুলিশ ছাড়াই ছাগল চুরির অভিযোগে একটি অল্ট্রো গাড়ি কে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

ঘটনায় জানা যায় আঠেরোমুড়া বিভিন্ন এলাকা তথা জাতীয় সড়ক থেকে একদিন দুদিন বাদ দিয়ে কখনো গরু, কখনো শুয়োর, কখনো ছাগল চুরির ঘটনা ঘটে চলেছে পুলিশকে আড়ালে রেখে। অথচ পুলিশ বাবুরা প্রতিদিনই পাহাড়ের বিভিন্ন জায়গায় দুবেলা করে পাহারা দিচ্ছেন ও গাড়ি চেকিং করছেন। কিন্তু এই সব চোরদের টিকির নাগাল ও পায় না তারা। গত মঙ্গলবার বিকেলে ও ৪৩ মাইল এলাকার গরিব জুমিয়ার দুটি বড় ছাগল ও একটি বড় পাঁঠা চুরি করে একটি TR06-A-0685 নম্বরের অল্টো গাড়ি করে নিয়ে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে গাড়িটিকে ধাওয়া করে। পরবর্তী সময়ে অল্ট্রো গাড়িটি উপায়ন্তর না দেখে ছাগল পিংকিকে ফেলে ৩৯ মাইল এলাকায় পাহাড়ের একটি রাস্তা ধরে এগিয়ে গাড়ি ফেলে গা ঢাকা দেয় চোরের দল। অবশেষে খবর পেয়ে পুলিশ বাবুরা ঘটনাস্থলে আসে এবং তারা তদন্ত শুরু করেন।

তবে পাহাড়ের এমনিতেই খাদ্যাভাব এই সকল গৃহ পালিত পশু পালন করে সংসারের খরচ কিছুটা হলেও যোগান দিতে পারে গিরি বাসীরা। আড্ডা দেব সেই শেষ সম্বলটুকু যদি চোরের দল চুরি করে নিয়ে যায় তাহলে আর কোনো উপায় থাকবে না তাদের কাছে! আঠারোমুড়া পাহাড় জুড়ে প্রশাসন একটু সহায়তার না করলে পথে নামবে জনগণ।

error: Content is protected !!