কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে এখনো পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে।

কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে এখনো পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে। মধুপুর থানা এবং বিএসএফ চোখে ধুলো দিয়ে আবার কেউ কেউ বলছে বিএসএফ পুলিশকে হাতের মুঠো নিয়ে এ বাণিজ্য চালিয়ে যাচ্ছে পাচারকারীরা। মঙ্গলবার সকাল বেলা কমলাসাগর বিধানসভা মধুপুর থানাধীন শান্তি টিলা এলাকার জনগণ মধুপুর হাট বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় তিন যুবক একটি বাইকে চেপে যার নম্বর টি আর 07 সি 5452 যুবকদের সন্দেহ হওয়াতে তাদের আটক করে পরবর্তী সময়ে দেখতে পাই ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে ফেন্সিডিল এসকাপ রয়েছে। সঙ্গে সঙ্গে তিন যুবককে আটক করে এবং গণধোলাই দিতে থাকে তাদের নাম শরিফ মিয়া ইব্রাহিম মিয়া এবং নবকুমার মুন্ডা সকলের বাড়ি মিয়াপাড়া এলাকায় জানা যায়। ইব্রাহিমিয়া পাচারকারীর মূল নায়ক এদিকে মধুপুর থানা পুলিশকে খবর দিলে দীর্ঘক্ষন পর যাওয়ার পর পুলিশের সামনে থেকেই পাচারকারীর মূল নায়ক ইব্রাহিম মিয়া পালিয়ে যাই যদিও এলাকার জনগণ কিংবা পুলিশ পেছনে ধাওয়া করে তার টিকির নাগাল পায়নি অন্য দুইজনকে নিয়ে আসে মধুপুর থানার পুলিশ।

error: Content is protected !!