আগামী অধিবেশনেই সংসদে আসছে রাম মন্দির বিল

ওয়েব ডেস্কঃ “আগামী অধিবেশনেই রাম মন্দির বিল আসছে সংসদে । সরকার যদি বিল না আনে তাহলে তিনি নিজেই প্রাইভেট মেম্বার্স বিল হিসেবে রাম মন্দির বিল আনবেন”। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে রামমন্দির নিয়ে এমনটাই জানালেন রাজ্যসভার সাংসদ রাকেশ সিনহা।

লোকসভা ভোটের আগে রামমন্দির নির্মাণ আদেও সম্ভব কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে । ২০১৯ সালের জানুয়ারি মাসে এই মামলার শুনানির দিন স্থির করা হবে। নতুন বেঞ্চ গঠন করে এক মামলার শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট ।  সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই শিব সেনা, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএসের মতো সংগঠনগুলির স্পষ্ট জানিয়ে দিয়েছে সংসদে আইন এনে মন্দির নির্মাণ হোক। এর মধ্যে রামমন্দির নিয়ে এত বড় ঘোষণা করলেন বিজেপির এই সাংসদ।

যদিও এক্ষেত্রে প্রাইভেট মেম্বার্স বিল আনলেও তা আইনে পরিনত করা সম্ভব নয়। কারন, সংসদের যে কোনও সদস্য যে কোনও ইস্যুতে প্রাইভেট মেম্বার্স বিল আনতেই পারেন, তা নিয়ে আলোচনাও হতে পারে কিন্তু তা আইনে পরিণত হওয়া সম্ভব নয়। কারণ একমাত্র সরকারের তরফে বিল আনা হলে সেটাই আইনে পরিণত হয়।

error: Content is protected !!