৫ জন বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফায় স্পীকারের সিদ্ধান্ত শেষ কথা, এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ কর্ণাটক মামলায় আজ বুধবার এই রায় দেয় সুপ্রিম কোর্ট৷ স্পষ্ট জানানো হয়েছে, স্পীকার সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে৷

বলা যায়, কুমারস্বামী সরকারের ভাগ্য নির্ভর করছে স্পীকারের ওপর৷ স্পীকারকে একটা নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়াতে চাপ দেওয়া যেতে পারে না৷ স্পীকারের ওপরই তাই বিষয়টি ছেড়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত৷

জেডিএসের তরফে এই পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করা হচ্ছে৷ তবে অভিযোগ উড়িয়ে এখন জোট সরকারের অন্তর্কলহ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সে রাজ্যের গেরুয়া শিবিরের কৌশলী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷ তবে তাঁর পাখির চোখ মুখ্যমন্ত্রীত্বের কুর্শি৷ তাই পরিস্থিতি বুঝে মেপে এগোতে চাইছে কেন্দ্রের শাসক দল৷

error: Content is protected !!