স্মার্ট সিটি হতে চলেছে আগরতলাঃ মুখ্যমন্ত্রী

আগরতলাঃ সবুজ আগরতলা তৈরির এক রুপ রেখা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের  ইতিহাস তৈরি করে এক মিনিটে ৬৫০০ গাছ লাগানোর সফল কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সকলের সহযোগিতায় তা সম্পন্ন হয়েছে। বেশ কিছু সংস্থার পাশাপাশি বন দপ্তর এই ক্ষেত্রে গুরুত্ব পূর্ণ ভুমিকা হাতে নিয়েছে। আগরতলা শহরকে ব্যবস্থিত করার জন্য স্মার্ট সিটির যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তা বাস্তবে হতে চলছে। স্মার্ট সিটি মানে শহরকে সুন্দর করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি সাধন, সবুজায়ন করা। রবিবার ৭০ তম বনমোহৎসব উপলক্ষ্যে রান ফর গ্রীন আগরতলার সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সকালে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে দৌড় অনুষ্ঠিত হয়। স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত এই দৌড়ে অংশ নেন সকলে। বন দপ্তরের উদ্যোগে হয় এই অনুষ্ঠান। আগরতলাকে সবুজায়ন করা হবে। স্মার্ট সিটির মাধ্যমে কিভাবে করা জায় তার ব্যবস্থা করছে সরকার। এই কাজ প্রত্যেকটি ব্যক্তি ও পরিবার স্বতস্ফুর্ততার সঙ্গে যখন করবে , তখন সেটা বাস্তবে রুপায়ন করতে আরো বেশি সহজ হবে। প্রতিটি ব্যক্তির মধ্যে যখন স্বচ্ছতা, সবুজায়নের প্রতি সচেতনতা থাকবে তখন নিজে থেকেই শহরের মানুষের মধ্যে সুন্দরতা আসবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here