“স্বাধীনতার পর কেনো এত দেরী হলো আয়ুষ মন্ত্রনালয় খুলতে?”

স্টাফ রিপোর্টার(আগরতলা) “ভারতের নিজস্ব সংস্কৃতি রয়েছে কিন্তু ১০ বৎসর ব্রিটিশ শাসনে থাকার দরুন কঠিন অসুখে ভুগছে দেশ। যততাড়াতাড়ি  অসুখ থেকে বার হয় ততই ভালো। আমাদের দেখতে হিন্দুস্তানি মনে হলেও আমাদের চিন্তা ধারা ইংলিশস্থানী।“  রবিবার রাজধানীর  সুকান্ত একাডেমিতে আয়োজিত আয়ুর্বেদিক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি।

রবিবার সুকান্ত একাডেমিতে আয়ুর্বেদ চিকিৎসার প্রচার ও প্রসার নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল আরও বলেন, আয়ুর্বেদকে বাদ দিয়ে কেউ কখনো কি ভারতবর্ষকে জানতে পারবে? ১৯৪৭ সালের দেশ স্বাধীন হলেও ভারত সরকারের সেই আয়ুষ মন্ত্রণালয় খুলতে এত দেরি হল কেন সে প্রশ্নও তোলেন তিনি।

error: Content is protected !!