স্বপ্নপূরন হতে চলেছে মালদা জেলার সাংবাদিকদের

হক জাফর ইমাম(মালদা) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় মালদা জেলার সাংবাদিকদের দাবি কে মান্যতা দিয়ে তৈরি হতে চলেছে মালদা প্রেস কর্নার।স্বপ্ন পূরণ হতে চলেছে মালদা জেলার সাংবাদিকদের। রাজ্য সরকার ও মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় ইংরেজবাজার শহরের প্রশাসনিক ভবন চত্বরে গড়ে উঠছে মালদার প্রেস কর্নার। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে এই ভবন। বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বিধায়ক তহবিল থেকে ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। শীঘ্রই শুরু হবে নির্মাণকার্য এমনটাই জানালেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সোমবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করেন মালদার সাংবাদিকবৃন্দ। বর্ষীয়ান সাংবাদিক সঞ্জীব চক্রবর্তীর স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ,জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য,বিধায়ক সাবিনা ইয়াসমিন, উপ পৌর প্রধান দুলাল সরকার,বিশিষ্ট সমাজসেবী মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রেস কর্নারের প্রয়োজনীয়তা নিয়ে বিশ্লেষণ করেন সাংবাদিক সুভ্র মৈত্র। সাংবাদিকদের এই প্রয়োজনীয়তার কথা স্বীকার করে নেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন মালদা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সাংবাদিকদের একত্রিত করার এই প্রয়াস প্রশংসনীয়। মালদা জেলার সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ছিল প্রেস কর্নার গঠনের তা আজ পূর্ণতা পেল। তিনি আরো বলেন সাংবাদিকদের এই উদ্যোগে সামিল হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। ভবনটি নির্মাণ হলে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি। বিধায়ক নীহার ঘোষ বলেন, প্রেস কর্ণার গঠনের জন্য দীর্ঘদিন ধরেই মালদার সাংবাদিকরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন। সেই দাবিকেই মান্যতা দিয়ে প্রেস কর্নার গঠনের শুভ শিলান্যাস  হলো। শীঘ্রই শুরু হবে নির্মাণকার্য। ৪০ লক্ষ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ হবে। এই অনুষ্ঠানে জেলার সমস্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  স্বপ্ন পূরণ হওয়ায় প্রতিটি সাংবাদিকদের চোখে মুখে  ফুটে উঠছিল তৃপ্তির হাসি।

error: Content is protected !!