সোনারতরী হোটেলে অগ্নি নির্বাপক ব্যবস্থা অনেক উন্নত মানের।

আগরতলাঃ ভবিষ্যতে যদি সোনারতরী হোটেলে আগুন লাগার মত কোন দুর্ঘটনা ঘটে তাহলে খুব দ্রুত সেই আগুন আয়ত্তে নিয়ে আসা যাবে। এবং সমস্ত দিক থেকে সোনারতরী হোটেল খুব সুরক্ষিত। আর সেই কারনেই সোনারতরী হোটেলকে আমরা প্রথম বেছে নিলাম। বৃহস্পতিবার ত্রিপুরা ফারায় সার্ভিসের পক্ষ থেকে সোনারতরী হোটেলে একটি প্রশিক্ষণ শিবিরে এসে অগ্নি নির্বাপক ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে একথা বললেন ত্রিপুরা ফায়ার সার্ভিসের আধিকারিকরা।

ত্রিপুরা ফারায় সার্ভিসের পক্ষ থেকে তিনদিনের জন্য ভলেন্টিয়ার ট্রেনিসদের নিয়ে একটি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর সোনারতরী হোটেলের অগ্নি নির্বাপক ব্যবস্থা ট্রেনিংরত কর্মীদের  ঘুরে দেখান  ত্রিপুরা ফায়ার সার্ভিসের আধিকারিক। দ্রুত হোটেলে আগুন লাগলে কিভাবে আগুন নেভানো যায়, পাম্প হাউস কিভাবে স্টার্ট হয়, স্মোক ডিকেক্টার কিভাবে কাজ করে এই সমস্ত থেকে শুরু করে অত্যাধুনিক ভাবে আগুন নেভানোর বিভিন্ন উপায় দেখানো হয় আজ।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here