সাব্রুমে জমজমাট পুজোর বাজার, চিন্তায় মৃৎ শিল্পীরা

বিশ্বেশ্বর মজুমদার(সাব্রুম) রাত পোহালেই কোজাগরী লক্ষী পূজা। তারজন্য প্রান্তিক মহকুমা সাব্রুমে মা লক্ষীর প্রতিমা নিয়ে হাজির রাজ্যের দক্ষিণের বিভিন্ন জায়গার মূর্তি বিক্রেতারা । মূর্তির চাহিদা থাকলেও তার দাম ঠিকমতো পাচ্ছেন না উল্টে গত বৎসর যে মূর্তিগুলি ১০০-১২০ টাকাই বিক্রি হয়েছিল সেগুলি এবার ৬০-৭০ টাকাই বিক্রি হচ্ছে বলে জানান, তুলামুরা থেকে আসা এক মূর্তি বিক্রেতা । এছাড়া, সাব্রুমের ব্যবসায়ী যারা বাইরে থেকে মূর্তি এনে বিক্রি করেন তারাও জানান যে এবার তারা মূর্তির দাম ঠিক মতো পাচ্ছেন না। এছাড়া কোজাগরী লক্ষী পুজো উপলক্ষে সাব্রুমের বাজি ব্যবসায়ীরাও ক্রেতার উদ্দেশ্যে পসরা সাজিয়ে বসে আছেন কিন্তু ক্রেতার দেখা মিলছে না, জানান সাব্রুমের এক বাজি বিক্রেতা।

error: Content is protected !!