শত বর্ষের দোরগোড়ায় ওয়াকাফ বোর্ড উত্তরবঙ্গের দিশারি হয়ে উঠবে

হক জাফর ইমাম(মালদা) পিরোজপুর জামে মসজিদের তৃতীয় তলের শুভ উদ্বোধন করলেন ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি। মালদা শহরের প্রাণকেন্দ্র রাজমহল রোড। রোডের এক প্রান্তে রয়েছে উত্তর পিরোজপুর জামে মসজিদ ও মালদা মুসলিম ইনস্টিটিউট আর এক প্রান্তে রয়েছে । বছর দুয়েক ধরেই উত্তর পিরোজপুর জামে মসজিদের উন্নয়নের কাজ শুরু হয়েছিল। সম্পন্ন হয়েছে মসজিদের তৃতীয় তলের কাজ । তৈরি হয়েছে উচ্চ মিনার। লাগানো হয়েছে সুন্দর আলোকসজ্জা । নবরুপে সেজে উঠেছে মালদা রাজমহল রোডের উত্তর পিরোজপুর জামে মসজিদ । রবিবার মসজিদের তৃতীয় তলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল । উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াকাফ বোর্ডের চেয়ারপার্সন আব্দুল গনি ছাড়াও  উপস্থিত ছিলেন রাজ্য সরকারের  জয়েন্ট সেক্রেটারি হাউসিং ডিপার্টমেন্ট এনাউর রহমান, সংখ্যালঘু দপ্তরের জেনারেল ম্যানেজার সামশুল রহমান, সমাজসেবি আব্দুল হান্নান, হুসাম হায়দার খান লোদী ।  সন্ধ্যায় উদ্বোধনের পর মালদা মুসলিম ইনস্টিটিউট এর সভাকক্ষে আব্দুল গনি সাহেবকে সম্বর্ধনা জ্ঞাপন করেন শহরের বিভিন্ন মুসলিম সংগঠনের সদস্যরা । মালদা মুসলিম ইনস্টিটিউট এর পক্ষ থেকে সংস্থার উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়। ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে মহিলাদের সয়ম্ভর করার প্রস্তাবও দেওয়া হয় । আটকোশী আঞ্জুমান আকবোরিয়া ইসলামিয়া মালদা শহর মুসলিম কমিটির পক্ষ থেকে শহরের এক মাত্র ঈদগাহ ময়দানের সীমানা প্রাচীরের সংস্কারের দাবী এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যাবস্থার প্রস্তাব জানানো হয়।

ওয়াকাফ চেয়ারম্যান আব্দুল গনি সংবাদমাধ্যমকে জানান  মালদা মুসলিম ইনস্টিটিউটে ডাব্লিউ বিসিএস, আইএএস ও আইপিএস  কোচিং সেন্টার গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আমাদের তরফ থেকে সমস্ত ধরনের সহয়তা থাকবে। আমাদের উচিত গতানুগতিক শিক্ষার গন্ডি থেকে বেড়িয়ে এই ধরনের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়া ।  প্রায় শত বর্ষের দোরগোড়ায় এই সংস্থা উত্তরবঙ্গের দিশারি হয়ে উঠবে । তিনি ওয়াকাফ সম্পর্কে বলতে গিয়ে জানান, ২০১৩ সালে নভেম্বর মাসে আইনটা একটু পরিবর্তন করা হয়েছে।  নতুন আইন তৈরি হয়েছে এর কারনটা হলো যারা অসৎভাবী ওয়াক আপ সম্পত্তি দখল করে আছে হয় ওয়াকআপ সম্পত্তি ছাড়ো না হয় জেলে যাও । কিছু অসাধু মতুয়ালি সদস্যদের জন্য ওয়াকাফ সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে। ওয়াকাফ বোর্ডের ঠিক মত রেভিনিউ উঠে আসছে না। সঠিকভাবে রেভিনিউ উঠে আসে তাহলে ওই টাকায় বহু সমাজের কাজ ও শিক্ষামুখি কাজ করা সম্ভব হবে।

error: Content is protected !!